মরিশাস ভ্রমণের বিস্তারিত
অনেকে মরিশাস ভ্রমণের বিস্তারিত জানতে চেয়েছেন। নীচে সংক্ষীপ্তভাব দেয়া হলো তা :
১. ঢাকা মরিশাস
দুটি উপায়ে যাওয়া যায়। এক জেট এয়ারে দিল্লি হয়ে মরিশাস। আরেকটি এয়ার এশিয়াতে কুয়ালালামপুর হয়ে। দুভাবেই যেতে সময় লাগবে কম বেশী ১০ ঘন্টা (ট্রানজিট সময় সহ)
আর বিমান ভাড়া প্রায় ৯৫০-১০০০ ডলার।
২. ভিসা
মরিশাসের ভিসা দুভাবে নেয়া যায়। দিল্লি থেকে বা কুয়ালালামপুর থেকে। তবে কুয়ালামপুর থেকে নিলে ভালো হয়। সেক্ষেত্রে কদিন মালয়েশিয়াও ঘুরতে পারবেন।
৩. হোটেল
আমি দুটো বাজেট হোটেলের নাম দিলাম :
- এল মোনাকো হোটেল, কোয়াট্রে বনস টাউন, মরিশাস
- Les9Muses Mauritius, ট্র অক্স বীচ, মরিশাস
উপরের দুটো হোটেলের ভাড়া প্রায় ৫০-৬০ ডলার পার নাইট (ব্রেকফাষ্ট সহ)
৪. যাতায়াত
পাবলিক বাস যাত্রা আরামদায়ক এবং সস্তা। ট্যাক্সি খুব এক্সপেনসিভ। মোটর বাইক এবং কার ভাড়া পাওয়া যায় যেগুলো মোটামুটি সস্তা।
৪. দাম দস্তুর
আগেই বলেছি মরিশাস মোটামুটি একটি য়বহুল দেশ। যেমন :
- ২৫০ মি:লী: পেপসি : প্রায় ৪৬ বাংলাদেশী টাকা।
- লাঞ্চ/ডিনার মোটামুটি মানের রেষ্টরেন্টে : প্রায় ৫০০-৭০০ বাংলাদেশী টাকা
৫. যা যা দেখবেন
মরিশাস গেলে দেখবেন তা হলো :
১. মারিয়ানা বীচ
২. লা মনরো বীচ
৩. ক্যাসেলা বার্ড পার্ক
৪. মরিশাস একোরিয়াম
৫. গ্রান্ড বেসিন
৬. মেরিন পার্ক
৭. সেন্ট্রাল মার্কেট
৮. ব্লু পেনি মিউজিয়াম্
৯. লিওন মাউন্টেইন
১০. গ্রান্ড পোর্ট
বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
1 comments :
ভাই খেজুরে আলাপ করলেন সত্য কিন্তু ভিসা চেকের লিংক দিলেন না, কলুর বলদ মনে হল।
একটি মন্তব্য পোস্ট করুন