চার বাংলাদেশি মীরাক্কেলের চূড়ান্ত পর্বে:আসুন ভোট দিয়ে বিজয়ী করি
ভারতের জি বাংলার জনপ্রিয় টিভি অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠান চলছে। এখন চূড়ান্ত পর্বের নয়জন প্রতিযোগীর মধ্যে চারজনই বাংলাদেশের। এরা হলেন- আবু হেনা রনি, ইশতিয়াক নাসের, আনোয়ারুল আলম সজল ও মো. জামিল হোসেন। মীরাক্কেলের এবারের আয়োজনটি শুরু হয়েছিল ভারতের ১৬ জন ও বাংলাদেশের ১৪ জন, মোট ৩০ জন প্রতিযোগী নিয়ে।
বর্তমানে মীরাক্কেলের এসএমএস ভোটিং রাউন্ড চলছে। বাংলাদেশ থেকেও যে কেউ এসএমএস করে ভোট দিতে পারবেন। মোবাইল ফোন থেকে ২২৩৩ নম্বরে এসএমএস করে ভোট দেওয়া যাবে। অনলাইন এ ভোট দিতে এই লিংঙ্কে যান-
mirakkel-akkel-challenger-6 mirakkel-voting
বাংলাদেশের প্রতিযোগীদের ভোট দিন ।
বি.দ্র. চারজনকেই একসাথে ভোট দিতে পারবেন।
সুতরাং আসুন বাংলাদেশকে ভারতীয় মিডিয়ায় উপস্থাপনকারীদের বিজয়ী করতে এগিয়ে আসি।
বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন