বাংলাদেশের সব অপারেটরে ফ্রী এস.এম.এস পাঠান


বাংলাদেশে সব অপারেটরে ইন্টারনেট থেকে ফ্রী এস.এম.এস পাঠানো যায় এ রকম সাইটের সংখ্যা খুবই কম । আজ সাইট আবিস্কার করলাম যারা বাংলাদেশের সব অপারেটরে ফ্রী এস.এম.এস করতে দেয় । অব্যশই আনলিমিটডে না ( কোন প্রতষ্ঠিত সাইট-ই আনলিমিটেড ফ্রী এস.এম.এস দেয় না )
বাংলাদেশের সব অপারেটর সাপোর্ট করে –

  •  Grameen Phone
  •  Banglalink 
  • Teletalk
  •  Citycell 
  • Robi
  •  Airtel


 সাইট টি তে গেলেই আপনি বুযে জাবেন কি ভাবে এসএমএস পাঠাতে হয়। তাই আর কিছু লিখলাম না। তবে কান্ট্রি কোড দিয়ে নম্বর লিখতে হবে।
বাংলাদেশে পাঠাতে হলে আপনার নম্বর এর আগে +88 দিবেন (+880xxxxxxxxxx এরকম।)
 আপনি যে দেশে ফ্রি এসএমএস পাঠাবেন সেই দেশের কান্ট্রি কোড বসিয়ে দিলেই হয়ে যাবে।

সাইট টির সরাসরি ফ্রী এসএমএস পাঠানোর লিঙ্ক  এখান থেকে
  1. e-freesms
  2. talksms
  3. bdrulez.com/sms/

পিসিতে বাংলালিং সিম দিয়ে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান

এবার PC তে ফ্রী নেট চলান Banglalink দিয়েঃ

যা যা লাগবেঃ

প্রথমে dlfile.phpid_680 - 6.0 MB  ডাউনলোড করুন ।

কার্যপ্রণালীঃ

প্রথমে Banglalink দিয়ে PC তে Internet Connection দিন ।

তারপর Opera Mini 7.1 HandlerUI ফাইল টি Extract করুন । তাহলে নিচের মত ফাইল পাবেন ।


bangla guru blog



এখান থেকে Setting ফাইল টা Open করুন । এবং
 Proxy: 080.239.242.241 Port: 80 দিয়ে Ok দিন ।

এবার Opera Mini 7.1 ফাইল টা Open করে HandlerMenu তে নিচের মত দিন ।


Proxy Type: HTTP
Proxy Server: wap.banglalinkgsm.com
or
0.facebook.com:80

তারপর Save করুন । Install হলে আরামসে Browse+Download করুন । [ছোট ফাইল ডাউনলোড দিতে পারবেন]

ফ্রী ইন্টারনেট ব্রাউজ ও ডাউনলোড করুন



 ইন্টারনেট ব্রাউজ এবং ডাউনলোড করুন কোন প্রকার ঝামেলা ছারায়।অ্যান্ড্রয়েড,স্যম্বিয়ান এবং জাভা মোবাইল ব্যাবহারকারীদের কোনরূপ কষ্ট ছাড়া নিশ্চিন্তে ইন্টারনেট চালাতে পারবেন । গত কয়েকদিন থেকে আরামে চালাচ্ছি এই পোস্টটা দেয়ার পর আর আরাম থাকবে না যাই হক কপি পেস্টের দুনিয়া কপি করেন কিন্তু বিপ্লব নামটা দয়া করে স্মরণ রাখেন তাতেই চলবে এটা আমার সব চেয়ে কাছের বন্ধু এখানে তার অবদান অনেক জড়িত।

এখন আশি কাজের কথায় অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীরা নিচের পদ্ধতিটা অনুসরন করুন

Setting>wireless& networks>mobile networks>access point names>banglalink>new apn
Name:as u wish/avolac
Apn type:default,mms,supl,wap
Apn:internet
Proxy:141.0.11.241
Port:80

 বাকি গুলা হাত দিবেন না। ভাল কথা ইন্সটল দিতে ন্যূনতম ২টাকা রাখবেন,প্যাকেজ চালু থাকতে হবে বাংলালিংক এর ন্যূনতম প্যাকেজ পে অ্যাজ ইউ গো চালু করতে *৭৮৯*২*৬#। ডাউনলোড শেষে ইন্সটল দেন তারপর অপেরা ইন্সটল করে সেটিং এ যাবেন socket/http থাকলে শুধু http করে দিবেন নয়তো কাজ করবে না।

PC /Windows(32 bit/64 bit) এ Proxyfire ফ্রি ইন্টারনেট (GPMMS) এর সমাধান


যাদের PC /Windows(32 bit/64 bit) এ Proxyfire ব্যবহার করতে পারছেন না , তারা এই টিউন ফলো করতে পারেন ।

 ১ । এখান থেকে Xmllite.dll download করুন ।

 ২। এরপর ফাইলটি নিচের মত directory তে paste করুন ।
 C:\Windows\System (যদি Windows 95/98/Me হয়)
 C:\WINNT\System32 (যদি Windows NT/2000 হয়)
C:\Windows\System32 (যদি Windows XP, Vista, 7, win 8 হয়)
 C:\Windows\SysWOW64 (যদি .... 64 bit হয়)
Replace করতে বললে Replace করুন , তবে মুল ফাইল backup রাখুন যদি...............
 ৩। এবার Proxyfire try করুন ।

 যাদের gpmms setup নিয়ে সমস্যা ,
তারা ---- * modem/ phone যেটা দ্বারাই নেট ব্যবহার করুন না কেন , gpmms এর apn setup করুন - computer থেকে start-setting-control panel-internet options-connections-add- dial up aprivate network- phone no. দিন *99***6# -next- finish . taskbar থেকে অন্যান্য network connection delete করে ফেলুন । ধন্যবাদ ।

Godaddy ডোমেইন কিনুন মাত্র $1.17 ডলারে


$1.99/Mo. for 3 month of Economy Hosting at GoDaddy.com প্রথমে New Customers get 25% off at GoDaddy.com! সাইটে যান। ডোমেইন সিলেক্ট করুন। continue checkout এ ক্লিক করুন। তারপরে যদি কোন বড় পেজ আসে তাতে continue দিন আবার continue দিন। অত:পর ডান পার্শ্বে continue checkout দেখতে পাবেন।

 এখন উপরে লক্ষ্য করে দেখুন- রঙ্গিন অক্ষরে লেখা একটি লিংক আছে (Enter promo, source code or referral¬ code) সেখানে ক্লিক করুন। এবার আপনার কাছে থাকা যে কোন লিংক বা কোড দিন। আর মজা দেখুন। $9.99 ডলার $1.17 গেছে।


  New Customers get 34% off their order at GoDaddy.com! Expires 8/31/13


  কোডগুলো ট্রাই করে দেখেন।
WOW5870035

Coupon code: lks99d
Other coupon code: Coupon code: 98CENTS
Coupon code: cjc99d
Coupon code: gofacrm115
Old coupon Codes
Coupon code: cjceb99x
Coupon code: gofa4004hc
Coupon code: gofa4004ha
Coupon code: gofah086
Coupon code: gofa1001aa
Coupon code: gofa4004ha
Coupon code: cjc99FWX2
Coupon code: gofa2011aa
Coupon code: SMCOM99

$2.99 .Com at GoDaddy! 

namecheap ডোমেইন কিনুন মাত্র মাত্র $0.98 ডলারে


 Namecheap.com - Cheap domain name registration, renewal and transfers - Free SSL Certificates - Web Hosting

 নতুন একটি একাউন্ট করুন। মনে রাখবেন এটি শুধু নতুন ইউজারদের জন্য প্রযোজ্য। namecheap অফারটি পেতে নিচে  ক্লিক করুন।

Namecheap.com - Cheap domain name registration, renewal and transfers - Free SSL Certificates - Web Hosting

 

 হোমপেজে এসে এখানে
namecheap promo code- bangla guru blog ক্লিক করুন।
ডান পাশে generate promo code এ click করুন।
যে কোডটি পাবেন তা সংরক্ষণ করুন। এরপর আপনার পছন্দের ডোমেইন সার্চ করে checkout করুন। পাশে কোড টি দিন। দেখুন মোট মূল্য।


Namecheap.com - Cheap domain name registration, renewal and transfers - Free SSL Certificates - Web Hosting

ওডেস্ক এ Social Media Marketing tutorial

Social Media Marketing এর মধ্যে পরে ফেইসবুক,টুইটার,পিন্টারেস্ট ইত্যাদি ।ওডেস্ক এ এইসব কাজের প্রচুর চাহিদা ।আমার মনে হয় এর চেয়ে কোনো সহজ কাজই নেই ।Social Media Marketing এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে ।
যেমন :
১.ফেইসবুক খোলা ,ফেইসবুক লাইক ইত্যাদি ।
২.টুইটার খোলা,ফলোয়ার ,টুইস্ট ইত্যাদি ।
৩.পিন্টারেস্ট খোলা , পিন দেওয়া ,রি-পিন দেওয়া ,বোর্ড ক্রিয়েট করা ,ফলোয়ার ইত্যাদি ।
এর জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে হবে ।যারা এই সব কাজ করতে চান তারা কিছু  ফেইসবুক খুলে লাইক সংখা বাড়িয়ে রাখতে পারেন,টুইটার খুলে ফলোয়ার এর  সংখা বাড়িয়ে রাখতে পারেন ,পিন্টারেস্ট খুলে ফলোয়ার,বাড়িয়ে রাখতে পারেন ।তাহলে এই ধরনের কাজ পেলেই সরাসরি বায়ার কে দিতে পারবেন ।এই ধরনের কাজ করে রাখলে তা বৃথা যাবে না ।কারণ এই ধরনের হাজার হাজার কাজ ওডেস্ক ,ফ্রীল্যান্সার,গুরু,ইলেন্স এ পাওয়া যায় ।তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন ।
আজ আমি আরো একটি Social Media ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিবো ।এই সাইটের প্রচুর কাজ এখন ওডেস্ক এ দেখা যাচ্ছে ।কাজ খুবই সহজ শুধু একাউন্ট খুলে দেওয়া ।এর জন্য আপনাকে নতুন করে ইমেল খুলতে হবে না ।আমার কাছে সর্ট কার্ট বুদ্ধি  আছে ।আপনারা বাল্ক ইমেল ব্যবহার করতে পারেন ।কারণ এই সাইটে একাউন্ট করে ভেরিফিকেশন করতে হয় না ।তবে আপনাকে সব একাউন্ট আমেরিকার ঠিকানায় খুলেতে হবে ।এই সাইট এর কাজ আগে থেকেই নিতে হলে ৫০,১০০,৫০০,১০০০ একাউন্ট করে রাখতে পারেন তবে আমেরিকার ঠিকানায় ।তারপর ওডেস্ক এ লগিন করে এই কাজ খুঁজে এপ্লিকেশন করুন এবং কিছু একাউন্ট সেম্পল হিসাবে দিন এবং বলুন আমার ৫০/১০০/৫০০,১০০০ বা এর বেশি একাউন্ট তৈরী করা আছে ।তাহলে দেখবেন অবশ্যই কাজটি আপনি পেয়েই যাবেন ।কেননা বায়ার এর অনেক সময় বেচে গেলো ।বায়ার শুধু টাকা দিয়ে আপনার একাউন্ট গুলো নিয়ে যাবে ।
আমি এই সাইটের কথা বলছি কারণ আমাকে এক বায়ার ৫০,০০০ একাউন্ট দিতে বলেছে কিন্তু আমি ২০০০ দিয়ে চেয়েছি কারণ আমি সময়ের অভাবে অতো একাউন্ট করতে পারছি না ।বাকি একাউন্ট গুলো আপনাদের জন্য রেখে দিয়েছি ।আশা করি করে দিবেন ।
একাউন্ট করার নিয়মটা আমি নিচে বলে দিচ্ছি ।প্রথমে এই লিঙ্ক থেকে নাম, ঠিকানা ,ইমেল ,ইউজারনেম,পাসওয়ার্ড,ফোন নাম্বার সংগ্রহ করুন ।সিটি নিউইয়র্ক দিবেন এবং পোস্ট কোড ১০০০১ দিয়ে পারেন এবং দেশ হিসাবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন  ।বার বার জেনারেট এ ক্লিক করলে একাধারে অন্যের প্রফাইল /বিভিন্ন ধরনের প্রফাইল  আসতেই থাকবে ।

এখন উক্ত  নাম, ঠিকানা ,ইমেল ,ইউজারনেম,পাসওয়ার্ড,ফোন নাম্বার,সিটি,পোস্ট কোড দিয়ে এখান থেকে একাউন্ট   করতে থাকুন এবং ইউজারনেম,পাসওয়ার্ড সেভ করে রাখুন কারণ ইউজারনেম,পাসওয়ার্ড বায়ার কে দিতে হবে ।এই পদ্ধতিতে একটি করে একাউন্ট করতে ২ মিনিট এর কম সময় লাগে ।কারণ আমি এখনো করছি ।ওডেস্ক এ যারা একবারেই নতুন তারা এই পদ্ধতি তে আমার মনে হয় অনেক ভালো করতে পারবেন ।এবং এই সাইট থেকে Sales & Lead Generation এর ধারণা পাওয়া যাবে ।তাহলে আপনারা যার যত খুশি একাউন্ট করে রাখুন ।

সবাই ভালো থাকবেন ।

নিজের ডোমেইনে ৫০০ ইমেইল ঠিকানা একদম ফ্রী

গুগল এ্যাপস সম্পর্কে আমরা কম বেশী জানি। গুগল এ্যাপস প্রথম দিকে বিনামূল্যে নিজস্ব ডোমেইনে আনলিমিটেড ইমেইল ঠিকানা দিলেও বর্তমানে ট্রায়াল হিসাবে মাত্র ১০টি ইমেইল ঠিকানা দিচ্ছে। তবে বর্তমানে ‘উইন্ডোজ লাইভ’ নিজস্ব ডোমেইন বিনামূল্যে ৫০০টি ইমেইল ঠিকানা দিচ্ছে। এই প্রতিটি ইমেইল ঠিকানাতে পাওয়া যাবে ২ গিগাবাইট যায়গা, আর উইন্ডোজ লাইভের সকল সুবিধাতো থাকছেই। আমরা ধাপে ধাপে দেখবো কিভাবে উইন্ডোজ লাইভ নিজস্ব ডোমেইনে সেটআপ করা যায়।
  • ধাপ১) এজন্য www.domains.live.com সাইটে গিয়ে Custom Domains এর নিচে Get started লিংকে ক্লিক করুন।
  • ধাপ২) এবার Provide your domain name অংশে ডোমেইন ঠিকানা লিখুন এবং Choose mail service for your domain অংশে Set up Windows Live Hotmail for my domain নির্বাচিত রেখে Continue বাটনে ক্লিক করুন।
  • ধাপ৩) নিজের উইন্ডোজ লাইভ অ্যাকাউন্ট থাকলে Sign in with an existing Windows Live ID. নির্বাচিত রেখে Continue বাটনে ক্লিক করুন।
  • ধাপ৪) এখন উইন্ডোজের লাইভ আইডি (হটমেইল, লাইভ ইত্যাদি) দ্বারা লগইন করুন।
  • ধাপ৫) এরপরে Review settings and accept agreement এ I Accept বাটনে ক্লিক করুন।
  • ধাপ৬) এবার ডোমেইনের মালিকানা প্রমাণ করতে হবে। এজন্য MX server: থাকা অংশটুক কপি করুন।
  • ধাপ৭) এজন্য নতুন ট্যাবে সিপ্যানেলে লগইন করে Mail অংশে MX Entry এ ক্লিক করুন।
  • ধাপ৮) এখন Add New Record অংশের Priority: এ ১০ লিখুন এবং Destination: অংশে MX records দিয়ে (MX server কপি করা অংশ) Add New Record বাটনে ক্লিক করুন এবং সিপ্যানেল বন্ধ করুন।
  • ধাপ৯) এখন Refresh বাটনে ক্লিক করলে Updating… হবে।
  • ধাপ১০) আপডেটিং শেষ হলে ডোমেইন পেজে ফিরে আসবে এবং Status এ Active দেখাবে।
  • ধাপ১১) এরপরে মেইল ঠিকানা যুক্ত করতে বাম পাশ থেকে Mail accounts এ ক্লিক করে Add বাটনে ক্লিক করে যুক্ত করা যাবে।
  • ব্যাস এখন আপনি ইচ্ছামত (৫০০টি পর্যন্ত) ইমেইল ঠিকানা যুক্ত করতে পারবেন। মেইল চেক করতে হলে http://mail.live.com ঠিকানাতে গিয়ে মেইল চেক করা যাবে।

সিঙ্গাপুর ভিসা চেক পদ্ধতি স্টেপ বাই স্টেপ

আমাদের দেশ হতে প্রতিদিন অসংখ্য লোক বিদেশে ওয়ার্কপারমিট নিয়ে চাকুরিতে যাচ্ছে। যারা বিদেশে চাকুরী নিয়ে যাচ্ছেন তার বিরাট একটা অংশ গ্রামের। গ্রামের নিরিহ মানুষের প্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় সুযোগ নিচ্ছে আমাদের দেশেরই কিছু অসাধু আদম ব্যবসায়ী। এই দু’দিন আগের কথা আমার পাশের বাড়ির একটা ছেলে নিজের ভিটে বিক্রি করে দালালের হাতে তুলে দিয়ে সাড়ে পাচলক্ষ টাকা সাইপ্রাস নিবে বলে । বেচারাকে মালেশিয়া নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এমনি করে প্রতিদিন কত মা্নুষযে প্রতারণার শিকার হচ্ছে তার কোন হিসাব নেই। যাক আজকের পর্বে ষ্টেপ বাই ষ্টেপ আমরা দেখব কিভাবে সিঙ্গাপুরের ওয়ার্কমিট জাল কিংবা আসল।
প্রথমেই আপনি এই লিন্কে ক্লিক করুন।

http://i.imgur.com/sk2zx.jpg
পেজটি ওপেন হলে মার্ক করা স্থানে I Agree তে ক্লিক করুন। নতুন পেজ আসবে।
http://i.imgur.com/hGC9k.jpg
এই পেজের বামদিকে দেখুন Work permit validity/application status যা ছবিতে মার্ক করে দেখানো হয়েছে। আরেকটি পেজে রি-ডাইরেক্ট হবে।
http://i.imgur.com/7kRyi.jpg
এখানে আপনি passport সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার ও পাসপোর্ট হোল্ডারের নাম লিখে Next চাপুন। নতুন পেজে রি-ডাইরেক্ট হবে।
http://i.imgur.com/depTJ.jpg
এখানে আপনাকে ৪টি অপশনের যে কোন একটি বেছে নিয়ে ফিলাপ করতে হবে। আপনি সবচেয়ে সহজ অপশনটাই বেছে নিন। আপনি ৩নম্বর অপশনটা বেছে নিয়ে ফিলাপ করে সাবমিট করুন। পেজ রি-ডাইরেক্ট হয়ে আপনার রেজাল্ট দেখাবে।
http://i.imgur.com/EBenh.jpg

বাহরাইনে ভিসা চেক পদ্ধতি স্টেপ বাই স্টেপ

বাহরাইনে ভিসা চেকের জন্য প্রথমেই আপনাকে এই লিঙ্কে >> http://portal.lmra.bh/english/
ক্লিক করে অথবা আপনার ব্রাউজারে টাইপ করতে পারেন www.lmra.bh যেতে হবে ।
এখানে আপনারা নিম্নের ছবির মত অপশন গুলো দেখতে পারবেন ----
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/425047_117258551735452_100003539229209_64167_616538398_n.jpg
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/430104_117258691735438_100003539229209_64169_880755955_n.jpg
উপরক্ত দুইটি অপশন হাইলাইট করা আছে । যেহেতু আমরা ভিসা চেক করব তাই প্রথম অপশন এ ক্লিক করার পর পাশের ছবিটির উপর ক্লিক করুন তাহলে নিম্নের ছবির মত পোর্টাল ওপেন হবে । দ্বিতীয়টি শুধু মাত্র যারা এখান থেকে ভিসা বের করবে তাদের জন্য । এক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানকার সিটিজেন হতে হবে (ওটা বিস্তারিত পরে পোস্টামু ) -
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/407116_117276678400306_100003539229209_64320_976839587_n.jpg
উপরোক্ত ছবিতে আপনারা চারটি অপশন দেখতে পাবেন
১ - CPR - এই খানে আপনার আইডি কার্ডে থাকা ৯ টি পার্সোনাল নাম্বারটি লিখতে হবে যেটা আপনি এই দেশে না আসা প্রযন্ত সম্বভ না । উটা টাইপ করলে আপনি নিম্নের ছবির মত দেখতে পারবেন । যেখানে আপনার ভিসা সঠিক আছে কি না এবং আপনার নামে কোন কমপ্লেইন আছে কিনা দেখতে পারবেন । নিম্নের ছবিটি দেখুন এইটার সব কিছু ঠিক আছে এজন্য টিক মার্ক দেওয়া আছে ।
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/401181_117276715066969_100003539229209_64321_1291432956_n.jpg
২- Work Visa - এই অপশনটিতে ভিসা হওয়ার পর রেজিঃ নম্বর যেটা আপনার মালিকের অথবা কোম্পানির C.R নাম্বার এর সাথে কানেক্ট থাকে । বলতে পারনে কাজের পারমিট
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/431262_117258745068766_100003539229209_64171_1912416558_n.jpg
৩- Application - এইটা মোস্ট অফ পার্ট আপনাদের জন্য যারা দেশে থেকে বাহরাইনে ভিসার জন্য আবেদন করে থাকেন । একটু খেয়াল করবেন প্লিজ -
আপনারা যারা দেশে থেকে টাকা জমা দেন তাদের বলছি - অনেক সময় দালালরা আপনাকে বলবে ভিসা রেডি আপনি রেডি হোন তারাতরি টাকা জমা দেন , সেই সময় আপনি উনাকে আপনার আইডি নাম্বার দেবার জন্য বলবেন কারন একমাত্র এই আইডিতেই বুঝা যায় যে আপনার ভিসা জমা হয়েছে কিনা কারন অনেক ক্ষেত্রে এখানে আসার পর এয়ারপোর্ট থেকেই ফেরত দেয়া হয়
নিচের ছবিটি দেখুন - নিচে লক্ষ করবেন ফার্স্ট পার্ট আপনার জরুরী কাগজ গুলো জমা হবার পর বুঝা যাচ্ছে যে এইটা LMRA রিসিভ করেছে । ২য় স্টেপে CIO এর কাছে যাবে এবং ৩য় স্টেপে GDNPR .
সব শেষে EMPLOYER এর কাছে যাবার পর মালিক/কোম্পানি পক্ষকে একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ভিসা রেডি আপনি পে করে ভিসা নিতে পারেন । কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কিছু দালাল চক্র ভিসার কাগজ জমা দিয়েই বলে ভিসা রেডি টাকা জমা দেন এবং শেষমেশ দেখা যায় আপনার ভিসা তারা উঠাইনি এবং LMRA আপনার ভিসাটি ক্যন্সেল করে দিয়েছে -
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/403354_117258785068762_100003539229209_64173_1277958704_n.jpg
উপরোক্ত চিত্রটিতে ভিসাটি ক্যন্সেল করে দেওয়া হয়েছে ।
৪- Passport -এইটা আর বলার কিছুই নাই এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করে ও চেক করতে পারবেন ।
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/429167_117306985063942_100003539229209_64457_1282980054_n.jpg

কিছু বাড়তি টিপস ---
আপনার খেয়াল করবেন যারা এখানে থাকেন তার শুধু CPR এবং পাসপোর্ট দিয়েই সব সময় চেক করেন কিন্তু জানেন না কবে আপনার ভিসা ক্যন্সেল হবে কারন ক্যন্সেল হবার পূর্বে জানা থাকলে আপনি আপনার ভিসা রেনু (Renew) করার সুযোগ থাকে ।
তারা প্রথমে নিম্নের ছবিটি দেখেন এখানে আপনি আপনার CPR নাম্বারটি দিন এবং পাশের ঘরে আপনার বাংলাদেশের পাসপোর্ট মেয়াদ শেষ হবার তারিখ দিন -
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/395800_117311071730200_100003539229209_64468_1561285308_n.jpg
তারপর একটা নিম্নের ছবির মত একটা পেজ ওপেন হবে তা থেকে আপনি নিজেই জানতে পারবেন আপনার বাহরাইনে ভিসার মেয়াদ কবে শেষ হবে -
 
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/430764_117276648400309_100003539229209_64318_604130449_n.jpg  যখন নাম্বারটা দেবেন তখন সব কিছুই জানতে পারবেন যেমন ধরেন নিম্নের ছবিতে -
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/417005_117867661674541_100003539229209_66629_292884889_n.jpg
এখানে ভিসাটি হয়ে গেছে এবং এই Employer টি অলরেডি চলে এসেছে ইমিগ্রেসন পার হয়ে । অনেক সময় Valid Employed Visa is Prosseing  লেখা থাকবে , তখন বুঝতে হবে লোকটির ভিসা রেডি হয়ে গেছে এখন শুধু লাস্ট স্টেপ ।
নিচের আরেকটা চিত্র দেখেন
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/402752_117867671674540_100003539229209_66630_119417496_n.jpg
উপরোক্ত ভিসাটি GDNPR প্রযন্ত এসেছে এবং দেখুন ম্যসেজ কি আসছে  wink
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/418170_117867698341204_100003539229209_66631_1666022687_n.jpg
এই ভিসাটি লোকটির মালিকের হাতে চলে গেছে অতএব লোকটিকে যত দ্রুত সম্বভ চলে আসতে হবে বাহরাইনে  smile
আসল কথা Application ID  দ্বারা আপনি দেশে থেকেই সব কিছু জানতে পারবেন যে আপনার ভিসাটি কতটুকু অগ্রসর হল এবং আপনার ভিসাটি দালাল টাকা পে করে উঠাইছে কি না ইত্যাদি ইত্যাদি