বাহরাইনে ভিসা চেক পদ্ধতি স্টেপ বাই স্টেপ

বাহরাইনে ভিসা চেকের জন্য প্রথমেই আপনাকে এই লিঙ্কে >> http://portal.lmra.bh/english/
ক্লিক করে অথবা আপনার ব্রাউজারে টাইপ করতে পারেন www.lmra.bh যেতে হবে ।
এখানে আপনারা নিম্নের ছবির মত অপশন গুলো দেখতে পারবেন ----
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/425047_117258551735452_100003539229209_64167_616538398_n.jpg
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/430104_117258691735438_100003539229209_64169_880755955_n.jpg
উপরক্ত দুইটি অপশন হাইলাইট করা আছে । যেহেতু আমরা ভিসা চেক করব তাই প্রথম অপশন এ ক্লিক করার পর পাশের ছবিটির উপর ক্লিক করুন তাহলে নিম্নের ছবির মত পোর্টাল ওপেন হবে । দ্বিতীয়টি শুধু মাত্র যারা এখান থেকে ভিসা বের করবে তাদের জন্য । এক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানকার সিটিজেন হতে হবে (ওটা বিস্তারিত পরে পোস্টামু ) -
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/407116_117276678400306_100003539229209_64320_976839587_n.jpg
উপরোক্ত ছবিতে আপনারা চারটি অপশন দেখতে পাবেন
১ - CPR - এই খানে আপনার আইডি কার্ডে থাকা ৯ টি পার্সোনাল নাম্বারটি লিখতে হবে যেটা আপনি এই দেশে না আসা প্রযন্ত সম্বভ না । উটা টাইপ করলে আপনি নিম্নের ছবির মত দেখতে পারবেন । যেখানে আপনার ভিসা সঠিক আছে কি না এবং আপনার নামে কোন কমপ্লেইন আছে কিনা দেখতে পারবেন । নিম্নের ছবিটি দেখুন এইটার সব কিছু ঠিক আছে এজন্য টিক মার্ক দেওয়া আছে ।
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/401181_117276715066969_100003539229209_64321_1291432956_n.jpg
২- Work Visa - এই অপশনটিতে ভিসা হওয়ার পর রেজিঃ নম্বর যেটা আপনার মালিকের অথবা কোম্পানির C.R নাম্বার এর সাথে কানেক্ট থাকে । বলতে পারনে কাজের পারমিট
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/431262_117258745068766_100003539229209_64171_1912416558_n.jpg
৩- Application - এইটা মোস্ট অফ পার্ট আপনাদের জন্য যারা দেশে থেকে বাহরাইনে ভিসার জন্য আবেদন করে থাকেন । একটু খেয়াল করবেন প্লিজ -
আপনারা যারা দেশে থেকে টাকা জমা দেন তাদের বলছি - অনেক সময় দালালরা আপনাকে বলবে ভিসা রেডি আপনি রেডি হোন তারাতরি টাকা জমা দেন , সেই সময় আপনি উনাকে আপনার আইডি নাম্বার দেবার জন্য বলবেন কারন একমাত্র এই আইডিতেই বুঝা যায় যে আপনার ভিসা জমা হয়েছে কিনা কারন অনেক ক্ষেত্রে এখানে আসার পর এয়ারপোর্ট থেকেই ফেরত দেয়া হয়
নিচের ছবিটি দেখুন - নিচে লক্ষ করবেন ফার্স্ট পার্ট আপনার জরুরী কাগজ গুলো জমা হবার পর বুঝা যাচ্ছে যে এইটা LMRA রিসিভ করেছে । ২য় স্টেপে CIO এর কাছে যাবে এবং ৩য় স্টেপে GDNPR .
সব শেষে EMPLOYER এর কাছে যাবার পর মালিক/কোম্পানি পক্ষকে একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ভিসা রেডি আপনি পে করে ভিসা নিতে পারেন । কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কিছু দালাল চক্র ভিসার কাগজ জমা দিয়েই বলে ভিসা রেডি টাকা জমা দেন এবং শেষমেশ দেখা যায় আপনার ভিসা তারা উঠাইনি এবং LMRA আপনার ভিসাটি ক্যন্সেল করে দিয়েছে -
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/403354_117258785068762_100003539229209_64173_1277958704_n.jpg
উপরোক্ত চিত্রটিতে ভিসাটি ক্যন্সেল করে দেওয়া হয়েছে ।
৪- Passport -এইটা আর বলার কিছুই নাই এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করে ও চেক করতে পারবেন ।
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/429167_117306985063942_100003539229209_64457_1282980054_n.jpg

কিছু বাড়তি টিপস ---
আপনার খেয়াল করবেন যারা এখানে থাকেন তার শুধু CPR এবং পাসপোর্ট দিয়েই সব সময় চেক করেন কিন্তু জানেন না কবে আপনার ভিসা ক্যন্সেল হবে কারন ক্যন্সেল হবার পূর্বে জানা থাকলে আপনি আপনার ভিসা রেনু (Renew) করার সুযোগ থাকে ।
তারা প্রথমে নিম্নের ছবিটি দেখেন এখানে আপনি আপনার CPR নাম্বারটি দিন এবং পাশের ঘরে আপনার বাংলাদেশের পাসপোর্ট মেয়াদ শেষ হবার তারিখ দিন -
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/395800_117311071730200_100003539229209_64468_1561285308_n.jpg
তারপর একটা নিম্নের ছবির মত একটা পেজ ওপেন হবে তা থেকে আপনি নিজেই জানতে পারবেন আপনার বাহরাইনে ভিসার মেয়াদ কবে শেষ হবে -
 
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/430764_117276648400309_100003539229209_64318_604130449_n.jpg  যখন নাম্বারটা দেবেন তখন সব কিছুই জানতে পারবেন যেমন ধরেন নিম্নের ছবিতে -
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/417005_117867661674541_100003539229209_66629_292884889_n.jpg
এখানে ভিসাটি হয়ে গেছে এবং এই Employer টি অলরেডি চলে এসেছে ইমিগ্রেসন পার হয়ে । অনেক সময় Valid Employed Visa is Prosseing  লেখা থাকবে , তখন বুঝতে হবে লোকটির ভিসা রেডি হয়ে গেছে এখন শুধু লাস্ট স্টেপ ।
নিচের আরেকটা চিত্র দেখেন
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/402752_117867671674540_100003539229209_66630_119417496_n.jpg
উপরোক্ত ভিসাটি GDNPR প্রযন্ত এসেছে এবং দেখুন ম্যসেজ কি আসছে  wink
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/418170_117867698341204_100003539229209_66631_1666022687_n.jpg
এই ভিসাটি লোকটির মালিকের হাতে চলে গেছে অতএব লোকটিকে যত দ্রুত সম্বভ চলে আসতে হবে বাহরাইনে  smile
আসল কথা Application ID  দ্বারা আপনি দেশে থেকেই সব কিছু জানতে পারবেন যে আপনার ভিসাটি কতটুকু অগ্রসর হল এবং আপনার ভিসাটি দালাল টাকা পে করে উঠাইছে কি না ইত্যাদি ইত্যাদি