সহজ ডাটা এন্ট্রি মাইক্রোজব - পেমেন্ট প্রুফ সহ



মাইক্রোজব (সাইন আপ,ওয়েবসাইট ভিজিট ,এড দেখা ) করে আয় করা সম্ভব

সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা যায়। মোট আয় ১০ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায় তবে আপনার যদি ২ ডলার থাকে তাহলে দ্রুত পেমেন্ট নিতে পারবেন তবে সে ক্ষেত্রে ১০% চার্জ কেটে রাখা হবে । যেমন আমি 2.20 USD পেমেন্ট অর্ডার দিয়েছি তাই ২০% কেটে 1.98 USD দেয়া হয়েছে .


সাইনআপ করার পরে লগইন করে Available Jobs লিংকে ক্লিক করলে সকল কাজগুলো দেখা যাবে।
প্রতিটি কাজের শিরোনামের সাথে কয়েকটি তথ্য পাওয়া যায় - কাজের মূল্য (Payment),
শতকরা কতজনের কাজ ক্লায়েন্ট গ্রহণ করেছে (Success Rate),
কাজটি করতে আনুমানিক কত মিনিট লাগতে পারে (Time),
কতজন এ পর্যন্ত কাজটি করছে (Done) ইত্যাদি।


কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত আরো তথ্য জানা যাবে। কাজটি যে আপনি যথাযথভাবে শেষ করেছেন তা প্রমাণ দিতে কি কি তথ্য প্রদান করতে হবে তা "Required proof that task was finished?" অংশের মাধ্যমে জানা যাবে। সবশেষে "I accept this job " লিংকে ক্লিক করে একটি টেক্সটবক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে। কোন কাজ করতে না পারলে "Not interested in this job" লিংকে ক্লিক করে বের হয়ে যাওয়াই ভাল, সেক্ষেত্রে এই কাজটি আপনার "Available Jobs" পাতায় আর কখনও দেখাবে না।

এরা পেমেন্ট দেয় এলারট পে কিংবা পেপালে ।প্রতি মাসের ১৫ এবং ৩০ তারিখ পেমেন্ট দেবে ।

1) মিনিট ওয়ারকারস
যদি আমার সাথে যোগ দিতে চান তাহলে এখানে ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন ।

minute workers



Sign Up Bonus:$1.00 US DOLLAR

Withdraw money:paypal,alertpay

Minimum Payout : $02

তবে একটা বিষয় খেয়াল রাখবেন ,আপনার সাকসেস রেটিং ৭৫% এর কম হলে কোনো অবস্থাতেই পেমেন্ট রিকোয়েস্ট দেবেন না ।


সতর্ক বার্তা

আর একটা প্রবলেম অ্যাকাউন্ট খোলার জন্য register এ ক্লিক করলাম কিন্তু হয় নাই…আর ERROR: The IP address is already registered. এই সম্যসাটা অনেকের ই হয় ।আমারো হইছিল ।আইপি হাইড করে ঠেকাতে পারলে ভালো না পারলে মোবাইল দিয়ে খুলেন ।মোবাইলের তিনটা ব্রাউজার দিয়ে (opera 4.2 , Opera 6 , Uc Browser ) ।এক এক করে সব ব্রাউজারে চেষ্টা করুন ।

2) Microworkers



Sign Up Bonus:$1.00 US DOLLAR

Withdraw money:paypal,alertpay,check,Moneybookers, etc.

Minimum Payout : $09

CLICK BELOW FOR FREE SIGNUP AND GET$1.00 US DOLLAR BONUS
microworkers signup

একটা সতর্ক বার্তা যে , যদি আপনার একটার বেশি একাউন্ট খোলেন তাহলে আপনাকে ব্যান করা হবে এবং আপনি আবার জয়েন করতে পারবেন না ।


কোনো সম্যসা হলে কমেন্ট দিন ,আমি সাহায্য করার চেষ্টা করবো ।ধন্যবাদ ।