অনলাইনে বসেই ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের বিভিন্ন দেশে

ফ্যাক্স শব্দটির সাথে আমরা সবাই কম-বেশি সুপরিচিত। দেশে একসময় প্রায় ৩-৪ বছর পূর্বে ফ্যাক্সের লেনদেন বেশী ছিল। কেননা- ঐ সময়ে মোবাইল ও নেটের ব্যবহার কম ছিল। তাই অতি আস্থা মাধ্যম হিসাবে পত্র বা ডকুমেন্ট লেনদেনে ফ্যাক্স  ব্যাপকহারে ব্যবহৃত হত। বর্তমানে নেটের ব্যবহার অধিক জনপ্রিয় হওয়াতে ফ্যাক্স চাহিদা অনেকটাই ভাটা পড়ছে এমন অবস্থা। এর অবশ্য কারন গুলো আছে- যেমন ফ্যাক্স  লেনদেনে ফ্যাক্স মেশিন থাকতে হয়। আবার এর খরচও বেশী। দেশী খরচ হিসাবে বর্তমানে ফ্যাক্স  প্রেরন গ্রহন করতে প্রতি মিনিটে প্রায় ৭০ টাকা গুনতে হয়। এখানে প্রতি মিনিট কিন্তু ৫৫ সেকেন্ডে হিসাব রাখা হয়। অপরদিকে মেইলের কোন খরচ নেই বললেই চলে। একজনের একটি মেইল একাউন্ট থাকলেই দেশের যে কোন স্থানে বসে নেট সচল করে কয়েক সেকেন্ডের মধ্যই মেইল প্রেরন করতে পারছেন।
যাইহোক ফ্যাক্স  এখনো অনেক সরকারী দপ্তর ও বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। আমাদের তরুন প্রজন্মের অনেকের আগ্রহ হতে পারে কিভাবে ফ্যাক্স  প্রেরন করতে হয়, কোখায় কিভাবে পাঠাতে হয় ইত্যাদি। আজকে তাদের জন্যই এই পোষ্টটি লেখা।
পৃথিবীর অনেক সাইট আছে যেখানে পৃথিবীর যে কোন দেশে ফ্রি ভাবে ফ্যাক্স  প্রেরন করা যায়। এখানে আপনাকে ফ্যাক্স  মেশিনের প্রয়োজন হবে না। আবার বাড়তি অর্থ দিতে হবে না। শুধু নেট সচল থাকলেই হবে। তবে ফ্যাক্স  প্রেরন করতে হলে এই সকল সাইটের কিছু নিয়ম মেনে চলতে হয়। এই সম্পর্কে নিচে আলোচনা করছি।
মূলত ফ্যাক্স  একটি পরিচিত শব্দ যার মাধ্যমে আমরা একজনের তথ্য অন্যজনের কাছে পৌছে দেয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই ফ্যাক্স মেশিন সব জায়গাতেই পাওয়া যায় না আর পাওয়া গেলেও বাড়তি অর্থ গুনতে হয়। মূলত এই কারনেই এই পোষ্টটি করার উদ্দেশ্য। বিশেষ করে চাকুরী করেন, বিদেশে আত্নীয় স্বজন থাকে যারা কোন কোম্পানীর সাথে যোগাযোগ রক্ষা করতে হয় তাদের এই ফ্যাক্স সবচেয়ে বেশী প্রয়োজন কেননা ওই কোম্পানী তো আর তার জন্য সবসময় মেইল চেক বা চ্যাটে বসে থাকবে না। আশা করি পিসিহেল্প লাইনের ব্লগার এবং ভিজিটরদের কাজে আসবে এই পোষ্টটি।
আজ আমি যে ২ টি সাইট নিয়ে আলোচনা করব তার প্রথমটি হল- MyFax Free সাইট।
কি কি সুবিধা পাবেন এই সাইটে তাহা নিম্নরুপ-
১। এই সাইটের মাধ্যমে আপনি প্রায় ৩৫ টি দেশে ফ্রি fax পাঠাতে পারবেন। এগুলোর মধ্যে US, Canada, Europe-এর বেশীরভাগ দেশে , China, Japan, and South Korea। ২ টি ফ্যাক্স প্রতিদিন ফ্রি পাঠাতে পারবেন। প্রতি ফ্যাক্সে ১০ মেগাবাইটের ফাইল ফ্যাক্স করতে পারবেন। ১৭৮ টি ফাইল ফরমেট সাপোর্ট করে। যদি প্রফেশনাল হিসাবে ব্যবহার করতে চান তাহলে রেজিস্ট্রেশন করার বাড়তি কোন ঝামেলা নেই। মাসে ১০ ডলার করে এই সাইটে ফী পরিশোধ করতে হয়। এবং যদি ফ্রী হিসাবে ব্যবহার করতে চান তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। এক মাসের ট্রায়াল হিসাবে ব্যবহার করতে পারবেন। পূর্বে এই সাইট ফ্রীভাবে ফ্যাক্স প্রেরনের সুবিধা দিত। কিন্তু বর্তমানে জনপ্রিয়তার কারনে এই সুবিধাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যাইহোক যারা ফ্রিভাবে এই সাইটের মাধ্যেম ফ্যাক্স প্রেরন করতে চান তারা এই সাইটের এই লিংকে ক্লিক করুন-
নিম্নরুপ এন্টারফেস আসবে।

Free Trial ট্রায়ালের কি সুবিধা আছে চিত্র ইন্টারফেসনুয়ায়ী-
 Free Trial অপশনে ক্লিক করে মেইল রেজিষ্ট্রেশন সম্পর্ন করে ফ্যাক্স পাঠাতে পারেন। অতপর ফ্যাক্স প্রেরনের জন্য নিম্নরুপ এন্টারফেস অআসবে-
এখানে প্রেরক ও প্রাপকের যাবতীয় তথ্যাদি পূরন করে টেক্সট বক্সে কিছু মন্তব্য লিখে সেন্ড করলেই হবে। তাহলে ফ্যাক্সটি প্রাপকের কাছে চলে যাবে।

 ২। আরেকটি সাইট আছে এখানেও ফ্রীভাবে ফ্যাক্স প্রেরন করা যায়। এই সাইটের নাম হল-got  free fax.com

এই সাইটের সুবিধা হল- এখানে রেজিষ্ট্রেশনের কোন বাড়তি ঝামেলা নাই। প্রতিদিন প্রায় ২টি করে ফ্যাক্স প্রেরন করতে পারবেন। ৩ পৃষ্ঠা সম্বলিত ফ্যাক্স প্রেরন করতে পারবেন। ফ্যাক্সগুলো শুধুমাত্র 2টি দেশে প্রেরন করা যাবে তথা-United America & Canada
যারা এই সাইটের মাধ্যমে ফ্যাক্স পাঠাতে চান তারা এখানে ক্লিক করুন- http://www.gotfreefax.com/
নিম্নরুপ এন্টারফেস আসবে-

এখানে প্রেরক ও প্রাপকের যাবতীয় তথ্যাদি পূরন করে টেক্সট বক্সে কিছু মন্তব্য লিখে সেন্ড করলেই হবে। তাহলে ফ্যাক্সটি প্রাপকের কাছে চলে যাবে।
ফ্যাক্সটি প্রাপকের কাছে চলে গেলে আপনাকে Confirmation ম্যাসেজ দেখাবে বা মেইল একটি ম্যাসেজ বক্স শো করবে।

পরামর্শ-
এখানে যারা এই সকল সাইট থেকে ফ্যাক্সটি যাকে প্রেরন করবেন সেই ব্যাক্তিকে চিনতে হবে ও তার পরিচয়, ঠিকানা সঠিকভাবে জানতে হবে বা ব্যবহার করতে হবে। পক্সি হিসাবে কোন ঠিকানা ব্যবহার করবেন না।